ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত মোটরসাইকেলের ৩ আরোহী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ৪ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১০:২৪, ৪ ফেব্রুয়ারি ২০২৪

বগুড়ায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হোটেলে খাবার খাওয়ার জন্য যাচ্ছিলেন।

শনিবার রাত সাড়ে ৭টায় কাহালু উপজেলার দরগাহ বাসস্ট্যান্ডের পাশে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাহালু উপজেলার দোগাছি ছয়ঘড়িয়া এলাকার শরিফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২২), নুন প্রমানিকের ছেলে রাকিব ইসলাম (১৭) এবং সিজান আহমেদ (১৮)৷ 

এরা তিনজনই পেশায় কাঠমিস্ত্রী ছিলেন। 

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা।

পুলিশের এ কর্মকর্তা জানান, রাত সাড়ে ৭টার দিকে ওই তিন যুবক মোটরসাইকেলে করে কাহালুর বীরকেদার কাজিপাড়ার বিসমিল্লাহ হোটেলে খাবার খাওয়ার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে নারহট্ট ইউনিয়নের দরগাহাটের পাশে বগুড়া ভান্ডার জুট মিলের সামনে অজ্ঞাত একটি ট্রাক তাদের পিছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। 

এতে ঘটনাস্থলেই তরিকুল ও রাকিব মারা যান। পরে সিজানকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

অজ্ঞাত ট্রাকটিকে আটক করা যায়নি। তবে নিহতদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি