ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ভান্ডারিয়ায় উন্নয়ন পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ভান্ডারিয়া সংবাদদাতা

প্রকাশিত : ১২:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০২৪

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় উন্নয়ন পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন মূখ্যসচিব তোফাজ্জল হোসেন রিপন মিয়া।

শনিবার (৩ ফেব্রুয়ারী) উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সাথে উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক জাহেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্যসচিব তোফাজ্জল হোসেন রিপন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।

মূখ্যসচিবকে ফুল দিয়ে অর্ভ্যথনা জানান উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম

এ সময় উপজেলা ও পৌরসভার সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি