ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সীমান্তে গোলাগুলি, বিজিপি ক্যাম্পে মিয়ানমারের ১৪ পুলিশ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৮, ৪ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১৪:২৪, ৪ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে একজন হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হবার খবর পাওয়া গেছে। এদিকে মিয়ানমারের সীমান্ত পুলিশের ১৪ সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে বিজিবি ক্যাম্পে।

রোববার বেলা সাড়ে ১০টার দিকে তুমব্রু সীমান্তে থাকা প্রবীর চন্দ্র নামের স্থানীয় ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন। স্থানীয়রা জানায়, কিছুদিন বন্ধ থাকার পর শনিবার সন্ধ্যার পর থেকে আবারও গোলাগুলি শুরু হয়। 

নাইক্ষ্যংছড়ি তুমব্রু ৩ নম্বর ওয়ার্ড মেম্বার মো: আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমারে ছোড়া গুলি এসে প্রবীর চন্দ্র ধরের হাতে লেগেছে বলে জানতে পেরেছেন। তবে প্রশাসনের কেউ ঘটনার সত্যতা নিশ্চিত করেনি। 

বর্তমানে মিয়ানমার সীমান্তে থেমে থেমে গোলাগুলি চলছে। বেশ কয়েকটি গুলি ও মর্টারশেল এসে পড়েছে বাংলাদেশের ভূখণ্ডে। 

গোলাগুলিতে কোনাপাড়ার কয়েকটি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে. বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে। নিরাপত্তা চৌকিগুলোতে সদস্য সংখ্যা বাড়িয়ে টহল বৃদ্ধি করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি