ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সীমান্তে বিজিবি’র অভিযানে ১৪৬ কোটি ৫৯ লাখ টাকার পণ্য জব্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে স্থানে অভিযান চালিয়ে ১৪৬ কোটি ৫৯ লাখ ৮২ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে ।

বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে- ৬ কেজি ৬২০ গ্রাম স্বর্ণ, ১লাখ ৮৪ হাজার ৪৪টি কসমেটিক্স সামগ্রী, ৭ হাজার ৮শ’ ৭৪টি ইমিটেশন গহনা, ১৩ হাজার ৪শ’ ৮৯টি শাড়ী, ১২ হাজার ৩২টি থ্রিপিস ও শার্টপিস, ৪ হাজার ৮শ’৮২ ঘনফুট কাঠ, ২ হাজার ১৫০কেজি চা পাতা, ২৭ হাজার ১৫০ কেজি কয়লা ও ২টি কষ্টি পাথরের মূর্তি। 

এছাড়া অভিযানকালে ১৪টি ট্রাক, ১টি বাস, ৭টি পিকআপ, ৩টি প্রাইভেটকার, ১৯টি ইজিবাইক ও ৫৯টি মোটরসাইকেল জব্দ করা হয়।  
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ৯টি পিস্তল, ৫টি বিভিন্ন প্রকার বন্দুক, ৮টি ম্যাগজিন, ২ কেজি ৪৫ গ্রাম গান পাউডার  ও ৩৩ রাউন্ড গুলি।  

এছাড়াও গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা করেছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ১০ লাখ ৪৮ হাজার ১৬৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৮কেজি ৩১২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩৯ কেজি ৩শ’৭৪ গ্রাম হেরোইন, ১১ হাজার ৯শ’৭৬ বোতল ফেনসিডিল, ১৯ হাজার ৭শ’২৪ বোতল বিদেশী মদ, ১ হাজার ২শ’৯৬ লিটার বাংলা মদ, ১ লাখ ১ হাজার ৭শ’৬০ পিস মদ তৈরীর ট্যাবলেট, ১ হাজার ৩৮ ক্যান বিয়ার, ৬শ’৫৪ কেজি গাঁজা, ১লাখ ৮৪হাজার ৫শ’৪৫টি নেশা জাতীয় ইনজেকশন, ২ হাজার ৪শ’ ৮২ বোতল ইস্কাফ সিরাপ, ৪ কেজি ৮শ’ ৪৫ গ্রাম কোকেন, ১১ হাজার ৯শ’ ৭৬ বোতল কফিডিল, ৫ লাখ ২১ হাজার , ৩শ’ ৮ পিস বিভিন্ন প্রকার ঔষধ, ১৬৭ প্যাকেট কীটনাশক ও ১ হাজার ১শ’ ৬৪টি অন্যান্য ট্যাবলেট। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৫ জন চোরাকারবারি ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৫৭ জন বাংলাদেশী নাগরিক, ৬ জন ভারতীয় নাগরিক এবং ১৮৭ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি