ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

লক্ষ্মীপুর শহরে আধুনিক কিচেন মার্কেটের উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৯, ৪ ফেব্রুয়ারি ২০২৪

আধুনিক বাজার অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ‘পৌর আধুনিক কিচেন মার্কেট’ নির্মিত হয়েছে।  

দ্বিতল বিশিষ্ট নবনির্মিত এ মার্কেট রোববার (৪ ফেব্রুয়ারি) সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। 

এর আগে মার্কেটের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

এসময় মেয়র বলেন, "এর মাধ্যমে ব্যবসায়ী ও গ্রাহকের ব্যাপক কল্যাণ সাধিত হয়েছে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন ও জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি শংকর মজুমদারসহ অনেকে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) বলেন, " পৌর আধুনিক কিচেন মার্কেট নির্মাণের মধ্য দিয়ে ব্যবসায়ী ও গ্রাহকের ব্যাপক কল্যাণ সাধিত হয়েছে।"

উল্লেখ্য, মার্কেটটির নিচতলা ৩১শ বর্গফুট ও দোতলা ৩৬শ বর্গফুট বিশিষ্ট। মার্কেটটি নির্মাণে প্রায় ১ কোটি ২২ লাখ টাকা ব্যয় হয়েছে। মার্কেটে রয়েছে উন্নত ড্রেনেজ ব্যবস্থা।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি