ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ৫ ফেব্রুয়ারি ২০২৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইলে একটি কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। 

রোববার রাতে উপজেলার গুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে প্রাথমিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন সাঈদ। অপরজনের নাম পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গাড়ীটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা এলাকায় পৌছালে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের  দুই যাত্রী নিহত হয়। 

এ ঘটনায় আহত প্রাইভেট কারের চালকসহ ৩ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি