ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

শ্রীপুরে আ.লীগ নেতার বাসায় হামলা, গুলি-অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০২৪

গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা ঘরে আগুন ধরিয়ে দেয় এবং ১০ রাউন্ড গুলি ছোড়ে। 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গুলির খোসা উদ্ধার করেছে।

শ্রীপুর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা জানান, সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটি এলাকায় তার বাসায় দুটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা হানা দেয়। এ সময় তারা ১০ রাউন্ড গুলি ছোঁড়ে দরজা জানালায়। পরে ঘরের বারান্দায় আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। 

আগুনে কয়েকটি পাখি পুড়ে মারা গেছে। কিছু আসবাবপত্র পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। বাসার লোকজন ও ভাড়াটিয়ারা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহ জামান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি