ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ঘুমধুমে বাংলাদেশির উঠানে আঘাত হানলো মিয়ানমারের মর্টার শেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ৬ ফেব্রুয়ারি ২০২৪

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলে বাংলাদেশে দুইজন নিহত হওয়ার ১২ ঘণ্টা পার না হতেই আবারও এমন ঘটনা ঘটেছে। এবারে বাংলাদেশের বান্দরবানের ঘুমধুম এলাকায় এক ব্যক্তির বাড়ির উঠানে মিয়ানমারের মর্টার শেল এসে পড়েছে।

মঙ্গলবার সকালে ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ড মধ্যম পাড়ার সৈয়দ নূরের বাড়ির উঠানে এসে পড়ে মর্টার শেলটি।

ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন জানান, গতকাল মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বিস্ফোরণে বাংলাদেশে দুইজন নিহত হন। এ ঘটনার পর আজ (মঙ্গলবার) ভোরে মধ্যম পাড়ার সৈয়দ নূরের আম বাগানে বেশ কিছু গুলি ও একটি মর্টার শেল এসে পড়েছে। তবে এতে নতুন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি