ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

খুলনায় ট্রাকের ধাক্কায় ৫ ইজিবাইক যাত্রী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২২, ১০ ফেব্রুয়ারি ২০২৪

খুলনার ডুমুরিয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক ইজিবাইকের ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুইজনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইকচালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০), গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫), অজ্ঞাত নারী (২৬) এবং অম্বি বিশ্বাস (২)।

ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা জানান, ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া হাসপাতালে নেওয়ার পর বাকি দুইজনের মৃত্যু হয়েছে।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি