ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে ৭ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১২:৫৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

ময়মনসিংহে বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাস-সিএনজির সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন। 

তিনি বলেন, 'আমি ঘটনাস্থলে আছি। ফায়ার সর্ভিসের সদস্যরাও আছেন। লাশ উদ্ধারের কাজ চলছে।'

পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নিহত সাতজন অটোরিকশার চালক ও যাত্রী।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি