ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ যুবক

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

টাঙ্গাইলের মধুপুরে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার আরও একজন আহত হয়েছে। 

শনিবার দুপুরে জামালপুর-মধুপুর আঞ্চলিক সড়কের উপজেলার নেকিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মধুপুর উপজেলার বোয়ালী গ্রামের সিহাবের ছেলে বনি আমিন অরেঞ্জ (২৬), ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে তানভীর (২৫)। 

মধুপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন বলেন, মধুপুর থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী একটি মোটরসাইকেল উপজেলার নেকিবাড়ী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ধনবাড়ী থেকে ছেড়ে আসা মধুপুরগামী আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এসময় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের লাশ পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি