ঢাকা, শুক্রবার   ৩১ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে দাম কমেছে পেঁয়াজের

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

রাজবাড়ীর বাজারে পেঁয়াজের কেজিতে ১০ টাকা কমেছে। প্রতি কেজি দেশী মুড়িকাটা পেঁয়াজ মান ভেদে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। গত দুই দিন ধরে বাজারে কমছে পেঁয়াজের দাম।

শনিবার সকাল পর্যন্ত দেশী মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০ থেকে ১২০ টাকা দরে। কিন্তু গতকাল বিকাল থেকে পেঁয়াজের বাজার কিছুটা কমে ৯০-১০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে ব্যাবসায়ীদের।

পাইকারী বাজারে মণ প্রতি ২০০-৩০০ টাকা কমে যাওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে। 

তবে ব্যবসায়ীরা পাইকারী বাজার থেকে পেঁয়াজ কম কেনার কারণে বাজার দরে প্রভাব পরেছে বলে জানান তারা।

এদিকে গ্রাম্য বাজারগুলোতে এখনও প্রতি কেজি পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি