ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

ফুসলিয়ে নিয়ে সাবেক স্ত্রীকে হত্যা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

নরসিংদীর হাজীপুরে সাবেক স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ তার আগের স্বামীর বিরুদ্ধে। 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের চকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত রুনা বেগম (৪৫) নরসিংদী পৌর এলাকার দত্তপাড়া মহল্লার আব্দুল করিমে মেয়ে এবং হাজীপুর এলাকার রৌশন মিয়ার সাবেক স্ত্রী ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, পারিবারিক কলোহের জের ধরে গত দুই বছর আগে রৌশন মিয়াকে তালাক দেয় রুনা বেগম। এর পর থেকে নরসিংদী বাজারের বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন রুনা। শনিবার সন্ধ্যায় রৌশন মিয়া তার সাবেক স্ত্রী রুনাকে তার হাজীপুরের নিজ বাড়িয়ে ডেকে নিয়ে যান। পরে সেখানেই তার ঘাড়ে দেশীয় অস্ত্র (দা) দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে পালিয়ে যায় রৌশন মিয়া।

পরে সেখান থেকে রুনা বেগমকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, রাতে শহরতলীর হাজীপুরে এক নারীকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে তার সাবকে স্বামী। ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি