ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১০:১৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। এই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

হাইওয়ে পুলিশ জানায়, সোমবার সকাল ৬টার সময় গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের সূত্রাপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতারা হলেন- কালিয়াকৈরের ভাউমান টালাবহ গ্রামের মফজেল হোসেন, জাহিদুল ইসলাম, শওকত আলী। এরা সবাই স্থানীয় ইটভাটার শ্রমিক। আহত হলেন ইটভাটার শ্রমিক আব্বাস আলী ও অটোরিকশা চালক রমজান আলী।

জানা যায়, টাঙ্গাইলমুখী সার্ভিস লেনে একটি ট্রাক ব্যাটারীচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দিলে অটোরিকশার চালকসহ ৫ জন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের সহায়তায় তাদেরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনকে মৃত ঘোষণা করেন। 

বাকি ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি