ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

শার্শায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

যশোরের শার্শায় পুকুরের পানিতে ডুবে ফাতেমা খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগআঁচড়া গ্রামের শহিদুলের বাড়ির পাশে এ ঘটনাটি ঘটে।

নিহত ফাতেমা খাতুন পাশ্ববর্তী ঝিকরগাছার শংকরপুর গ্রামের ভ্যানচালক রাজু আহম্মেদের মেয়ে।

শংকরপুর ইউপির গ্রাম পুলিশ রাজু জানান, ফাতেমার মা বাসাবাড়িতে কাজ করেন। ঘটনার দিন ফাতেমাকে নিয়ে বাগআঁচড়া গ্রামের শহিদুলের বাড়িতে কাজ করছিলেন তিনি। দুপুরে দিকে খেলতে খেলতে সবার অজান্তে ওই বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় ফাতেমা। 

পরে শিশুটিকে না দেখে ফাতেমার মা সহ লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

এদিকে শিশু ফাতেমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি