ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

কুয়াকাটায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৩, ২০ ফেব্রুয়ারি ২০২৪

পটুয়াখালীর কুয়াকাটায় স্বামী-স্ত্রীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার রাত সাড়ে এগারোটার দিকে কুয়াকাটা পৌরসভার পার্শ্ববর্তী লতাচাপলী ইউনিয়নে আছালতখাঁ পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত আরিফ হোসেন (২৬) ওই এলাকার আলী হোসেনের পুত্র। তার স্ত্রী রিয়া মনির (২২) বাবার বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায় শাখারিয়া ইউনিয়নে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই বাড়িতে আরিফ, তার স্ত্রী রিয়ামনি ও তাদের ৪ বছরের কন্যা শিশু সুমাইয়া ছিল। বিকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। সন্ধ্যায় সুমাইয়া ঘুমিয়ে পড়ে। রাত এগারোটার দিকে শিশু সুমাইয়ার ঘুম ভাঙলে সে তার বাবাকে ঘরের আড়ার সঙ্গে ও মাকে বারান্দার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক-চিৎকার দেয়। 

এসময় প্রতিবেশিরা টের পেয়ে ছুটে এসে তাদের গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
 
মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি