ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

বাগেরহাটে সুপারি পাড়াকে কেন্দ্র করে নিহত ১, আহত ৩

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৮, ২০ ফেব্রুয়ারি ২০২৪

বাগেরহাটের মোল্লাহাটে সুপারি পাড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের দায়ের কোপে জামিল সরদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ছয়টার দিকে মোল্লাহাট উপজেলার জয় ডিহি দাঁড়িয়েঘাটা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম বলেন, একই বংশের লোকজনের মধ্যে সুপারিপাড়া নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে সুপারি পাড়া নিয়ে জানতে গেলে চাচাতো ভাই ইসরাইল সরদার ও তার ছেলে রইজ সরদার ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে জামিল সরদারকে কুপিয়ে আহত করে। 

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। 

এ সময় দেলোয়ার সরদার ও সবুজ সরদার নামে আরও দুইজন আহত হয়েছেন। তাদেরকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। 

ওসি আরও জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি