ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে বাসচাপায় ডুয়েট শিক্ষকসহ নিহত ২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১০, ২০ ফেব্রুয়ারি ২০২৪

গাজীপু‌রের টঙ্গী‌তে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই জনের মৃত‌্যু হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন টাঙ্গাইলের বাসাইলের কাঞ্চনপুর গ্রামের রাবিন্দ্র নাথ সাহার ছেলে রাম কৃষ্ণ সাহা।  তিনি গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)র স্থাপত‌্য বিভা‌গের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। অপরজন দিদার আদেল দিপু । তিনি পেশায় পাঠাও মোটরসাইকেল চালক। 

পুলিশ জানায়, ডুয়েট শিক্ষক রামকৃষ্ণ সাহাকে সঙ্গে নিয়ে বিআরটি ফ্লাইওভার দিয়ে ঢাকা থেকে গাজীপুরের দিকে যাচ্ছিলেন অনলাইন ভিত্তিক মোটরসাইকেল চালক দিপু। এ সময় একটি যাত্রীবাসের বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে পুলিশ তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

টঙ্গী পুর্ব থানার অফিসার  ইনচার্জ মুস্তা‌ফিজুর রহমান জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি