ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে রাজবাড়ীতে মানুষের ঢল

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫১, ২১ ফেব্রুয়ারি ২০২৪

রাজবাড়ীতে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল নামে। শহীদ খুশি রেলওয়ে মাঠের পাশে রাত ১২টা ১ মিনিটে প্রথম শ্রদ্ধা জানানো হয়। 

এসময় রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদসহ জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, রাজবাড়ী জেলা প্রেস ক্লাব, রাজবাড়ী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।

পরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ও  সর্বস্তরের জনগণ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি