ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

শেরপুরে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ২১ ফেব্রুয়ারি ২০২৪

শেরপুর জেলার শ্রীবরদীতে বাসের সাথে ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি হেলপারসহ ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। 

বুধবার ভোর ৫টার দিকে শ্রীবরদী উপজেলা ভায়াডাঙ্গা-কুরুয়া সড়কের কুরুয়া পশ্চিমপাড়া মাদ্রাসার পাশে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন- বড় পোড়াগড় গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ট্রলি হেলপার হামিদুল্লাহ (২৬) এবং পাশ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার পাখিমারা গ্রামের আব্দুল বারেকের ছেলে গোলাম ফারুক লিটন (৫০)। 

আহতদের শেরপুর জেলা হাসপতালে ভর্তি করা হয়েছে।

শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ট্রলিতে লাকড়ি নিয়ে শ্রীবরদীর ভায়াডাঙা হতে শেরপুর সদরে যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা মা মনি পরিবহনের দূরপাল্লার বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় কাঠভর্তি ট্রলিটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে এবং যাত্রীবাহী বাসটি রাস্তার পাশের এক বাড়িতে ঢুকে পড়ে। 

এসময় ট্রলির হেলপার হামিদুল্লাহ ট্রলির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠালে সেখানে গোলাম ফারুক মারা যায়। 

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি