ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৩, ২২ ফেব্রুয়ারি ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান হাবিব (২৮) উপজেলার পোরজনা ইউনিয়নের চর কাঁদাই গ্রামের লিয়াকত বেপারীর একমাত্র সন্তান।

নিহতের স্বজনেরা জানান, বৃহস্পতিবার সকালে ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করতে মাঠে যায় হাবিব ও তার পিতামাতা। হঠাৎ বৃষ্টি শুরু হলে দৌড়ে সেচের মোটর ঘরে উঠতে যায়, এ সময় বজ্রপাত হলে হাবিব মাটিতে লুটিয়ে পড়ে। এরপর অচেতন অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহতের বাড়িতে এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি