ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতানের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫১, ২২ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের আড়াইহাজারের আলহাজ কাজী মোদাচ্ছের হোসেন সুলতানের ৯ম  মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার।

এ উপলক্ষে আড়াইহাজার প্রেস ক্লাব এবং তার পরিবার মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে প্রেস ক্লাবে আলোচনা সভা, বিকালে উপজেলার শাজলীয়া জামে মসজিদে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালি ভোজ এবং আগামীকাল শুক্রবার রহমানিয়া জামে মসজিদে  দোয়া ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে।  

আড়াইহাজারের প্রবীণ ও প্রথিতযশা এই সাংবাদিক দীর্ঘ ৪০ বছর দৈনিক ইত্তেফাকে সুনামের সঙ্গে কাজ করেছেন। এ ছাড়াও তিনি এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান রেখে গেছেন।

তিনি দৈনিক ইত্তেফাকের আড়াইহাজার সংবাদদাতা মাসুম বিল্লাহর বাবা। মাসুম বিল্লাহ তার বাবার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

কাজী মোদাচ্ছের হোসেন সুলতান ২০১৬ সালের ২২শে ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি