ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ঢাকা-সিলেট মহাসড়কে গাছ রোপণ করবেন সেলিম প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪০, ২২ ফেব্রুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এবার বৃক্ষরোপন কর্মসূচি করলেন প্রধান গ্রুপের কর্ণধার ডন খ্যাত সেলিম প্রধান। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভূলতা ইউনিয়নের গাউছিয়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এসময় এলাকাবাসীর সঙ্গে উপস্থিত ছিলেন লে. জেনারেল (অব.) নাজিম উদ্দিন সহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা। 

সেলিম প্রধান বলেন, এলাকা পরিস্কার করতে হবে। ইতোমধ্যে বিভিন্ন এলাকা পরিস্কার হয়েছে তাই বৃক্ষরোপণ করা হচ্ছে। তবে এলাকার মাদক বন্ধ হয়নি। সরকার ও প্রশাসন মাদক কারবারিদের ধ্বংশ করে ছাড়বে বলে উল্লেখ করেন তিনি।  

সেলিম প্রধান আরও বলেন, জাপানের মতো রূপগঞ্জে কয়েক লাখ বৃক্ষ রোপন করা হবে। রূপগঞ্জকে পরিবর্তন করা হবেই। 

জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং পেপার্সের চেয়ারম্যান সেলিম প্রধান বলেন, প্রধানমন্ত্রী বলেছে সবাই যে জায়গায় খালি পাও একটি করে গাছ লাগাও , আমরা আজকে ১০০  বৃক্ষরোপণ শুরু করলাম ঢাকা সিলেট মহাসড়কে এবং ফ্লাইওভারের নিচ থেকে শুরু করে গাউছিয়া পুলিশ ফাঁড়ি পর্যন্ত । যাতে যে কোন ব্যক্তি একটি করে গাছ গাছ রোপন করতে পারে সেই ব্যবস্থা করছি।

মাদকের বিরুদ্ধে  প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হবে ‍উল্লেখ করে সেলিম প্রধান বলেন, "আমি কিন্তু মাদকের বিরুদ্ধে বার বার বলতেছি সতর্ক করছি সতর্ককে তোমরা দুর্বল মনে কইরো না।"

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি