ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ ৯ রোহিঙ্গা দগ্ধ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১০:১১, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

নোয়াখালীর হাতিয়ায় উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাসের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের আগুনে নারী, শিশুসহ অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন ৯ জন। দগ্ধদের মধ্যে সবাই রোহিঙ্গা। 

শনিবার সকাল সোয়া ৮টার দিকে ক্যাম্পের ৮১ নং ক্লাস্টারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

আহতরা হচ্ছেন- ওই ক্লাস্টারের সফি আলমের মেয়ে মোবাশ্বেরা (৩), আবদুল হাকিমের ছেলে বশির উল্ল্যাহ (১৫), আবদুর শুক্কুরের মেয়ে রশিদা (৩), আজিজুল হকের মেয়ে জোবায়েদা (১১), আমেনা খাতুন (২৪), মোহাম্মদ তৈয়বের ছেলে সফি (১২), সফি আলমের ছেলে রবিউল (৫), আজিজুল হকের ছেলে সোহেল (৫) ও তার ছেলে রাসেল (৩)।

আহতদের মধ্যে ৭ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। অপর দুইজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ক্যাম্পের ৮১নং ক্লাস্টারের এক রোহিঙ্গা তার রান্না ঘরে থাকা একটি গ্যাসের সিলিন্ডার বের করেন। সিলিন্ডারটিতে গ্যাস প্রায় শেষ পর্যায়ে ছিল। অব্যবহৃত কিছু গ্যাস সিলিন্ডারে থেকে যাওয়ায় কক্ষের বারান্দায় এনে সেগুলো ছেড়ে দেয়। এতে গ্যাসগুলো বাতাসে মিশে গিয়ে পাশের রান্না ঘরে চুলার আগুনের মিশে ঘিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং রান্না ঘরের একটি সিলিন্ডার বিষ্ফোরণ হয়। 

এতে ওই কক্ষগুলোর ভেতরে ও বাইরে থাকা নারী এবং শিশুসহ ৯ জন অগ্নিদগ্ধ হন। পরে অন্যরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আগুনে কোন কক্ষের ক্ষয়ক্ষতি হয়নি।

ভাসানচর আশ্রয়ণের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহফুজুর রহমান জানান, অব্যবহৃত কিছু গ্যাস একটি সিলিন্ডার থেকে ছেড়ে দেওয়ার কারণে বাতাসে সেই গ্যাস মিশে গিয়ে এ ঘটনা ঘটেছে। আগুনে কোনো কক্ষের বড় ধরনের ক্ষতি হয়নি। 

এ ঘটনায় ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলামকে প্রধান করে ৭সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামি ৩ কর্মদিবসের মধ্যে তারা প্রতিবেদন দিবেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি