ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

বিয়ের প্রলোভনে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

যশোরের শার্শা উপজেলার পল্লীতে ১৪ বছরের এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ ও ছাত্রীর স্বজনেরা জানায়, ওই ছাত্রীর সাথে শার্শা উপজেলার দাউদখালী গ্রামের ডাবলু রহমানের ছেলে সোহান (২২)র সাথে দীর্ঘদিন ধরে ভালবাসা চলছিল। গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সোহান বিয়ে করবে বলে ফুসলিয়ে তার নানা বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামে নিয়ে যায় ওই ছাত্রীকে। রাতে কাজী অফিস বন্ধ, সকালে বিয়ে হবে বলে মেয়েটিকে সেখানে সারা রাত ধর্ষণের পর সোহান তার মামাতো বোনকে দিয়ে শনিবার (২৪ ফ্রেব্রুয়ারি) সকালে ছাত্রীটিকে তার এক বান্ধবীর বাড়ি রেখে আসে।

পরে স্কুল ছাত্রীর আত্মীয় স্বজনরা খবর পেয়ে শনিবার সকালে বান্ধবীর বাড়ি থেকে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। তারা সোহানের পরিবারের সাথে বিষয়টি মিমাংসার চেষ্টা চালায়। কিন্তু সোহানের পরিবার বিষয়টি নিয়ে গুরুত্ব না দেয়ায় শনিবার রাতে ধর্ষিতা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। 

রোববার রাতে ধর্ষক সোহানকে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মেয়েটির শারিরীক পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষক সোহানকে রোববার রাতে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃত সোহানকে সোমবার দুপুরে যশোর আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি