ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সরবত খেয়ে হাসপাতালে ভর্তি পরিবারের ৫ জন, শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১২:৫৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের বেলকুচিতে খাদ্যে বিষক্রিয়ায় ১ শিশুর মৃত্যু ও একই পরিবারের আরও ৪ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এরা হলেন মা পারভিন বেগম, শিশু কন্যা রিয়া, নূরী ও ভাগিনি মিথিলা। অপর মেয়ে জিমহা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এদের সবার বাড়ি বেলকুচির বৈলগাছি গ্রামে।

স্বজনরা জানান, সোমবার সন্ধ্যায় মহল্লার দোকান থেকে স্যালাইন কিনে সরবত তৈরি করেন পারভীন এবং সেটা ইফতারের সময় সবাই মিলে খেয়ে অসুস্থ্য হয়ে পড়েন। ক্রমেই অবস্থার অবনতি হলে তাদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ বেগম ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক এ সময় জিমহাকে মৃত ঘোষণা করে। বাকিদের জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন।

কর্তব্যরত চিকিৎসক জানান, সন্ধ্যার পরে খাদ্যে বিষক্রিয়ার ৫ জন রোগী হাসপাতালে আসে। তাদের বক্তব্য অনুযায়ী খাবার স্যালাইন খেয়েই তারা অসুস্থ্য হয়ে পড়েন। এদের মধ্যে একটি শিশু হাসপাতালে আনার আগেই মারা যায়। বাকি চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদের মধ্যে মা পারভিন ও মেয়ে রিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক ডা: শামিমুল ইসলসাম।   

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি