ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

খুললো সীমান্তে বন্ধ থাকা ৬ শিক্ষা প্রতিষ্ঠান

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তে বন্ধ থাকা ৫টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসা আজ বুধবার খুলে দেয়া হয়েছে।

জেলা প্রশাসন জানান, মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও আরাকান আর্মি মধ্যে তীব্র সংঘাতের ঘটনায় সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতিতে দুই দফা স্কুল বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ স্কুল খুলে দেয়া হয়েছে। 

প্রথমে ২৯ জানুয়ারি বন্ধ ঘোষণা করা হয় সীমান্তবর্তী ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসা। ৩১ জানুয়ারি আবার খোলার পর পরিস্থিতি শান্ত হয়ে উঠায় আবারও স্কুলগুলো চালু করা হয়। 

তবে ১৩ ফেব্রুয়ারি আবারও ৫টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসা বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। 

বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত থাকায় আবারও স্কুলগুলো খুলে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এরই প্রেক্ষিতে স্কুলগুলোতে ফের পাঠদান শুরু হয়েছে।  

বিদ্যালয়গুলো হচ্ছে-  ঘুমধুম সীমান্ত এলাকার বাইশপারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম মিসকাতুল নবী দাখিল মাদ্রাসা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি