ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অস্ত্র মামলায় সন্ত্রাসী লিটনের ১২ বছরের কারাদণ্ড

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১১, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

যশোরে অস্ত্র মামলায় চিহ্নিত সন্ত্রাসী লিটন শেখের ১২ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার অতিরিক্ত দায়রা জজ সোহানী পূষণ এক রায়ে এ আদেশ দেন। 

সাজাপ্রাপ্ত লিটন শেখ বাগেরহাট মোল্লারহাটের নগরকান্দি গ্রামের মৃত আইয়ুব আলী শেখের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ৬ জুন শার্শা থানা পুলিশ নাভারণ রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে লিটন শেখকে আটক ও দেহতল্লাশি করে কোমের গোজা একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় এসআই মামুনুর রশীদ বাদী হয়ে আটক লিটনকে আসামি করে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা করেন। 

সাক্ষী গ্রহণ শেষে আসামি লিটন শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১২ বছর কারাদণ্ডের আদেশ দেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি