ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

জিহাদের বেতনের টাকায় চলতো পুরো পরিবার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৬, ২ মার্চ ২০২৪

রাজধানী ঢাকার বেইলি রোডের রেস্টুরেন্টে অগ্নিদগ্ধ হয়ে জিহাদ শিকদারের মৃত্যুতে গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনিতে চলছে শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। 

শুক্রবার দুপুরে নিহতের মরদেহ কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের আলিমাবাদ গ্রামে  আসলে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। নিহত জিহাদ শিকদার (১৯) আলিমাবাদ গ্রামের জাকির সিকদারের ছেলে।

স্বজনরা জানায়, পরিবারের হাল ধরতে তিন বছর আগে রাজধানী ঢাকার বেইলি রোডের কাচ্চি ভাইয়ের রেস্টুরেন্টে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন। পরে মাস থেকেই জিহাদের বেতন দিয়ে চলতো গ্রামের বাড়ির সংসার। জিহাদের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

জিহাদের অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকারি সহযোগিতা কামনা করেছেন স্বজন ও এলাকাবাসী।

নিহত জিহাদের ছোটভাই রিয়াদ জানায়, মাদারীপুরের কালকিনির সাহেববারপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজে মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণিতে পড়ালেখা করতো সে। জিহাদের সংসারে মা-বাবা ও এক ভাই রয়েছে। বড় বোনের বিয়ে হওয়ায় সে থাকে তার স্বামীর বাড়িতে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, জিহাদের মৃত্যুতে সমবেদনা জানানোর ভাষা নেই। তার পরিবার থেকে কোন সহযোগিতা চাওয়া হলে সব সময় পাশে থাকবে প্রশাসন। 

বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই নামের একটি রেস্টুরেন্টে অগ্নিকান্ডের ঘটনায় মারা যান ৪৬ জন। এদের মধ্যে জিহাদ শিকদার একজন। সবই শেষ, পরিবারের মানুষগুলোর চোখেমুখে আজ শুধুই অন্ধকার।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি