ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

শাহ আমানতে সোয়া কেজি স্বর্ণসহ যাত্রী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ২ মার্চ ২০২৪

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে এক যাত্রীর কাছ থেকে সোয়া কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিমান বন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ। 

শনিবার সকালে শারজাহ থেকে আসা জি-৯,৫২৬ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মোরশেদের ব্যাগ তল্লাশী করে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। 

শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন, গৃহস্থালী সরঞ্জমের মধ্যে লুকানো এসব স্বর্ণ বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় ধরা পড়ে। উদ্ধার করা স্বর্ণের মূল্য এক কোটি ২০ লাখ টাকা। 

শুল্ক কর্মকর্তারা ওই যাত্রীকে আটক করে মামলা করে থানায় সোপর্দ করেছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি