ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে মদপানে দুইজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৫, ২ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

গাজীপুরের কালিয়াকৈরে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈরে হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন হেলাল উদ্দিন ও কাদেরুল। এরা পেশায় কসাই হিসেবে কাজ করতেন। 

তারা দুজনই গাজীপুরের কালিয়াকৈরের হরিণহাটি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। গেল রাতে দেশীয় অতিরিক্ত মদ  পান করে অসুস্থ হয়ে পড়েলে তাদেরকে চিকিৎসার জন্য মির্জাপুর থানার কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। 

রাতেই হাসপাতালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ  এএফএম নাসিম জানান, হেলাল ও কাদেরুলের স্বজনরা বিষক্রিয়া হলে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে নিয়ে তাদের ভর্তি করেন। সেখানে গতরাতে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি