ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

পিকনিকের মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৮

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫০, ৩ মার্চ ২০২৪

যশোর সদরের চুড়ামনকাঠিতে পিকনিকের মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৮ জন আহত হয়েছেন। এর মধ্যে এক শিশুসহ চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। 

শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন- শামীম হোসেন (৩২) ও তার স্ত্রী আলো বেগম (২৮), মিনার হোসেন ও তার স্ত্রী সুরাইয়া আক্তার তন্নী (২৫) এবং তার ছেলে শিশু আয়ান (৩)। এছাড়াও আরও ৩-৪ জন আহত হয়েছেন। হতাহতরা সকলেই যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের বাসিন্দা।

পিকনিকের যাত্রী আরিফ হোসেন জানান, শনিবার সকালে বেনাপোল সাদিপুর থেকে একটি মাইক্রোবাসে করে পরিবার নিয়ে আমরা নাটোরে পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথিমধ্যে যশোর চুড়ামনকাঠি বাজারের একটু আগে সড়কের পাশে আমরা যাত্রাবিরতি দেই। আমাদের মাইক্রোবাসটি সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় পাশ দিয়ে দুটি ট্রাক ওভারটেক করছিল। এ সময় একটি ট্রাকের সাথে আমাদের মাইক্রোবাসে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এ সময় গাড়িতে থাকা ৭-৮ জন আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ প্রতীম চক্রবর্তী বলেন, সকালে চুড়ামনকাঠিতে পিকনিকের গাড়ি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের এখনও আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। এর মধ্যে নারী পুরুষ ও দুইজন শিশুর অবস্থা গুরুতর। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি