ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

উল্লাপাড়ার ট্রাকচাপায় নারীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৯, ৩ মার্চ ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। সড়ক পাড় হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

রোববার (৩ মার্চ) সকালে হাটিকুমরুল-পাবনা মহাসড়কে উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলী পাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিজা খাতুন (৪৫) উল্লাপাড়া উপজেলার মোহনপুর মিলপাড়া গ্রামের মো. হোসেন আলীর স্ত্রী। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর মনিরুল ইসলাম জানান, শ্যামলীপাড়া এলাকায় মহাসড়ক হেঁটে পাড় হচ্ছিলেন মনিজা খাতুন। এ সময় সিরাজগঞ্জ থেকে নগরবাড়ীগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মনিজা। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি