ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

নাম পরিবর্তন করেও লুকিয়ে থাকতে পারলেন না ধর্ষণ মামলার আসামি খলিল

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৫, ৪ মার্চ ২০২৪

যশোরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজমিস্ত্রি ইব্রাহিম খলিল ওরফে খলিলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিজের নাম পরিবর্তন করেও নিজেকে লুকিয়ে রাখতে পারেননি ধর্ষণ মামলার আসামি খলিল। 

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা রবিবার রাতে বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে আটক করেছে। তিনি ঝিকরগাছা উপাজেলার পদ্মপুকুর পাড় এলাকার বাসিন্দা।

র‌্যাব জানিয়েছে, ২০০১ সালে মণিরামপুরের রাজগঞ্জে কাজ করার সময় প্রথম স্ত্রীকে রেখে রেশমা নামে এক নারীর প্রেমে পড়ে খলিল। পরে তাকে মিথ্যা কথা বলে ভালবাসার ফাঁদে ফেলে ফুসলিয়ে অপহরণ করে ধর্ষণ করে পালিয়ে যায়। এই ঘটনায় রেশমার পিতা অপহরণ ও ধর্ষণের অভিযোগে খলিলের বিরুদ্ধে থানায় মামলা করেন। এই মামলায় আটক হওয়ার পর আট মাস জেলে খেটে জামিনে বের হয়ে খলিল ঢাকায় পালিয়ে যায়।

সেখানে গিয়ে নিজের নাম বদলে সুমন ইসলাম নাম দিয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করে।

এই মামলায় ২০০৯ সালে রায় হয়। রায়ে ইব্রাহিম খলিলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন যশোরের একটি আদালতে। রায় ঘোষণার পর থেকে ইব্রাহিম খলিল নিজেকে গোপনে রাখেন। সর্বশেষ তৃতীয় স্ত্রীর বাড়ি ঝিকরগাছার চাপাতলা এলাকায় থাকতেন। সকলে তাকে সুমন নামে চিনতো। 

আটকের পর খলিলুর রহমান তার মূল পরিচয় র‌্যাবকে জানায়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি