ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, বাবা আহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৯, ৪ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

নাটোরের সিংড়ায় ট্রাকের চাপায় তৃষা রানী নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এসময় মোটরসাইকেল চালক তৃষার বাবা আহত হন। 

আজ সোমবার সকাল ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগুইন বালুভড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। 

নিহত ওই ছাত্রী তার বাবার সঙ্গে মোটরসাইকেলে করে যচ্ছিলেন। নিহত তৃষা রানী বাগাতিপাড়া উপজেলার জামনগর চাপাপুকুর এলাকার তাপস কুমারের মেয়ে এবং সে ৮ ম শ্রেণীতে পড়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নাটোর-বগুড়া মহাসড়কে সম্প্রসারিত কাজ চলমান থাকার কারণে খানাখন্দের সৃষ্টি হয়েছে। তৃষা রানী তার বাবার সঙ্গে সিংড়া থেকে মোটারসাইকেলে বাগাতিপাড়ায় যাওয়ার পথে সিংড়া পৌরসভার নিংগুইন বালুভড়া এলাকায় ঝাঁকুনিতে মোটরসাইকেল থেকে নিচে পড়ে যায়। 

এসময় পেছন থেকে আসা একটি ট্রাক তৃষা রানীকে চাপা দিলে সে ঘটনাস্থালেই মারা যায়। মোটরসাইকল চালক তাপস আহত হন। মোটরসাইকেলটি দুমরে মুচরে যায়। 

পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

সিংড়া থানার ওসি আবুল কালাম দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি