ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৭, ৪ মার্চ ২০২৪

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (৪ মার্চ) সকালে এক্সপ্রেসওয়ের ৫নং ব্রীজ সংলগ্ন শিবচরের কেশবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সকাল ৯টার দিকে শিবচরে পদ্মাসেতু রাস্তার ৫নং ব্রিজ সংলগ্ন এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেলে তাৎক্ষনিক আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী। বাসের সাথে সংঘর্ষে মৃতের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। 

নিহত শহীদ সরদার ফরিদপুর সালথা উপজেলা জাগিকান্দা গ্রামের আব্দুল মান্নান সরদারের ছেলে। 

শিবচর থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলডার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি