ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নাটোরে ট্রাক্টর চাপায় কিশোর নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৪, ৫ মার্চ ২০২৪

নাটোরে মাটিবাহি ট্রাক্টরের চাপায় মোঃ জীবন (১৫) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে। 

সোমবার রাত আটটার দিকে সদর উপজেলার জংলী এলাকায় মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। 

নিহত জীবন  সদর উপজেলার একডালা মেন্দিতলা এলাকার হযরত আলীর ছেলে। 

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, নাটোর সদরের জংলি এলাকার একটি ইট ভাটায় জীবন কাজ করত। সোমবার সন্ধ্যার পর কাজ শেষে বাড়ি ফিরছিল সে। রাত আটটার দিকে জংলি এলাকার খলিল মৃধার ইটভাটার সামনে পৌঁছালে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এসময় একটি মাটিবাহী ট্রাক্টর বেপরোয়া গতিতে যাওয়ার সময় তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। 

এতে সে গুরুতর আহত হয়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ ঘাতক ট্রাক্টর এবং এর চালককে আটক করতে পারেনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি