ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মুজিবনগর সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশব্যাক

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৭, ৫ মার্চ ২০২৪

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশীকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

আজ মঙ্গলবার ভোরের দিকে ৯ জন পুরুষ ও ৫ জন নারী পুশব্যাক হয়ে তাদের নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গেল রাত চারটার দিকে সোনাপুর সীমান্তের কাঁটাতারের গেট খুলে দেয় বিএসএফ। এসময় ৯ পুরুষ ও ৫ নারী ভারত থেকে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেন। পায়ে হেঁটে তারা সোনাপুর গ্রামের ভেতরে গিয়ে ভ্যানযোগে মুজিবনগর উপজেলা শহর কেদারগঞ্জে পৌঁছায় ভোরের দিকে। 

সেখানে স্থানীয় সাংবাদিকরা তাদের গন্তব্যে ফেরার ভিডিও ধারণ করেন। 

পুশব্যাক হয়ে আসা কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের বাড়ি খুলনা ও যশোরের বিভিন্ন এলাকায়। তারা সকলেই দরিদ্র। কাজের খোঁজে অনেক আগে তারা ভারতে গিয়েছিলেন। সেখানে শ্রমিকের কাজ করার এক পর্যায়ে ভারতীয় পুলিশের হাতে আটক হন। বেশ কিছুদিন হাজতবাসের পর গেল রাতে তাদেরকে আনা হয় সোনাপুর সীমান্তে। সেখানে সকল প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশে পাঠানো হয়।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল দত্ত জানান, পুশব্যাকের বিষয়টি পুলিশের কাছে কোন তথ্য নেই। বিজিবির কাছে কোন তথ্য আছে কি না তাও জানা নেই। 

পুশব্যাকের বিষয়টি জানা নেই বলেও জানিয়েছেন বিজিবি মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার খালেক।  

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি