ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে পিকআপের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:৩৬, ৬ মার্চ ২০২৪

ফরিদপুরের বোয়ালমারীতে মাছবোঝাই পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বোয়ালমারীর মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের বনমালীপুর এলাকায়।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালমারী থেকে টাইলস মিস্ত্রি ইমরান শেখ ও নাইম শেখ কাজের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে ভাঙ্গা যাচ্ছিলেন। এসময় বিপরিত দিক থেকে আসা মাছবোঝাই একটি পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। 

এ ঘটনায় পিকআপে থাকা দুই মাছ ব্যবসায়ী আহত হন। এদের মধ্যে একজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পিকআপটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি