ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেহেরপুরে সাংবাদিকের উপর হামলার হোতা মোমিনুল আটক

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৩, ৬ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

গেল ১২ ফেব্রুয়ারি সদর উপজেলার আমঝুপিতে সড়ক দুর্ঘটনার সংবাদ সংগ্রহের সময় দুর্বৃত্তদের নৃশংস হামলার শিকার হন চ্যানেল ২৪’র স্টাফ রিপোর্টার রাশেদ্জ্জুামান। এ ঘটনার মূল হোতা কারিগর পাড়ার মোমিনুলকে আটক করেছে পুলিশ।

ওই হামলার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে বুধবার (৬মার্চ) সকালে আমঝুপি গ্রামের কারিগর পাড়ার মোমিনুলকে আটক করা হয়। 

হামলার কারণ এবং হামলাকারী অন্যান্যদের বিষয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্ব তথ্য দিয়েছে মোমিনুল, দাবি পুলিশের। বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।  

এর আগে এ ঘটনার আসামিদের বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তারা জামিনে মুক্তি পায়। তবে অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান এখনও অব্যাহত রয়েছে। 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, ভিডিও ফুটেজ দেখে ও পূর্বে আটক আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোমিনুলকে আটক করা হয়েছে। সাংবাদিক রাশেদের দায়েরকৃত মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি