ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নাটোর রাজবাড়ি চত্তরে গাছের ডাল পড়ে শিশু নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৮, ৮ মার্চ ২০২৪ | আপডেট: ১৬:৩৩, ৮ মার্চ ২০২৪

নাটোরের রানী ভবানীর রাজবাড়ি চত্তরে বয়েরা গাছের ডাল ভেঙ্গে পড়ে রাজু নামে ১২ বছরের এক শিশু নিহত হয়েছে। 

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এই মমার্ন্তিক ঘটনাটি ঘটে। 

নিহত রাজু তার এক সহপাঠির সাথে রাজবাড়িতে বেড়াতে গিয়েছিল। সে শহরের বলারি পাড়া এলাকার জনৈক রাজেনের ছেলে এবং স্থানীয় একটি আনন্দ স্কুলের ৫ শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শিরা জানায়, আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রাজু তার এক সহপাঠির সাথে রাজবাড়ি চত্বরের উন্মুক্ত মঞ্চ এলাকায় ঘোরাঘুরি করছিল। মুক্তমঞ্চ এলাকার ৪নং স্পটে বিভিন্ন খেলনার দোকানের সামনে দাঁড়িয়ে থাকার সময় একটি বয়েরা গাছের ডাল ভেঙ্গে রাজুর মাথার ওপর পড়লে সে গুরুতর আহত হয়। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

রাজশাহীতে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সহকারী কমিশনার (ভূমি) নাটোর সদর মোঃ জুবায়ের হাবিব বলেন, এই মর্মান্তিক ঘটনায় নাটোরের জেলা প্রশাসন শোকাহত। দুর্ঘটনার ঘটার পর পরই তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়াসহ চিকিৎসা ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করা হয়। 

পরবর্তীতে রাজশাহী থেকে মৃতদেহ আনার পর তার পরিবারকে সহায়তাসহ যাবতীয় ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি