ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

পাচারের চেষ্টাকালে ৪০ ভরি স্বর্ণসহ কারবারি আটক

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৪, ৮ মার্চ ২০২৪

অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে পাচারের চেষ্টাকালে ৪০ ভরি ওজনের স্বর্ণের ৪টি বারসহ এক চোরাকারবারিকে আটক  করেছে জয়পুরহাটে-২০ বিজিবি।

শুক্রবার দুপুরে জয়পুরহাটে-২০ বিজিবি'র কনফারেন্স রুমে এক সংবাদ সন্মেলনে ২০ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া এ তথ্য জানান।

বিজিবি কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে সাতটার দিকে বিজিবির টহল দল দিনাজপুরের হিলি সীমান্তের ২৮৯নং পিলার অতিক্রম করে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টার সময় দামুদার নামক স্থানে অভিযান চালানো হয়। অভিযানে ৪০ ভরি ওজনের স্বর্ণের ৪টি বারসহ মোস্তাকিম রহমান নামে এক চোরাকারবারীকে আটক করা হয়। 

এই সময় স্বর্ণের বারের পাশাপাশি একটি সিমকার্ডসহ একটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ব্যক্তিকে দিনাজপুরের বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি