ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাট জেনারেল হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৩, ৯ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার রাত ১টা ১০ মিনিটের দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কক্ষে আগুনের সূত্রপাত হয়। আগুনে তার কক্ষের সব আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। 

আগুন দেখে হাসপাতালের দ্বিতীয় তলায় ভর্তি রোগীদের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ে। ধোয়ায় হাসপাতাল আচ্ছন্ন হয়ে পড়লে আতঙ্কে হাসপাতাল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে রোগী ও স্বজনরা। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক  ডাঃ রাশেদ মোবারক জুয়েল ও পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম।

জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্টি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ রাশেদ মোকবারক জুয়েল জানান, আগুন নিয়ন্ত্রণে আসায় আতঙ্কের কিছু নেই এবং রোগীদের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হবেনা। 

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক শরিফুল ইসলাম জানান, রাত ১টা ১৪ মিনিটে আমরা খবর পাই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি দ্বিতীয় তলায় আগুন জ্বলছে। শুধুমাত্র তত্ত্বাবধায়কের কক্ষে আগুন ছিল। আমরা দুটি ইউনিট কাজ করেছি। দ্রুত ঘটনাস্থলে আসার কারণে আগুন অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়তে পারেনি। 

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে হতে পারে বলে জানান তিনি।

জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসকে জানানো হয়। পাশাপাশি ডিবি ও থানা পুলিশ ঘটনাস্থলে আসে। সবাই একসঙ্গে কাজ করার কারণে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষের ভেতরে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি