ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

পটুয়াখালী পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৬, ৯ মার্চ ২০২৪

উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে পটুয়াখালীর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে  ইভিএমের মাধ্যমে শুরু হয় ভোটগ্রহণ। কোন প্রকার অপৃতকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 

শনিবার সকাল থেকেই ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মত। একটনা বিরতহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

পটুয়াখালী পৌর শহরের ২৪টি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে একজন এসআই, দুইজন এএসআই, চারজন পুলিশ সহ ৯ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ১৯ জন ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, ৪ টিম র‌্যাব ও পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করছে।

পৌরসভার মোট ৫০ হাজার ৬শ’ ৯৯ জন ভোটারের বিপরীতে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন মোট ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি