ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নরসিংদীর চরাঞ্চলে ইউপি নির্বাচনে ভোট চলছে

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১০:১১, ৯ মার্চ ২০২৪

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল চড় আড়ালিয়া ইউনিয়নে চলছে ইউপি নির্বাচন৷ শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এই ইউনিয়নের মোট ভোটার ১২ হাজার ৭শ’ ৫৫ জন৷ ৯টি ভোটকেন্দ্রে মোট ৩২টি ভোটকক্ষে ভোগগ্রহণ করা হচ্ছে। 

এখানে চেয়ারম্যান পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত মহিলাসহ ১২টি ইউপি সদস্য পদের বিপরীতে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনী এলাকায় প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্বে নিয়োজিত আছে। ১ প্লাটুন বিজিবি, ৯০ জন পুলিশ, ১৫৩ জন আনসার ও ১ টি মোবাইল টিমে জেলা প্রশাসনের কর্মকর্তারা কাজ করছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি