ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

দর্শনা সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৩, ৯ মার্চ ২০২৪

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ আল মামুন মণ্ডল (২৮) নামে একজনকে আটক করেছে বিজিবি। 

শুক্রবার বিকালে বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর সীমান্তের ৭৮/৮নং পিলারের কাছ থেকে তাকে আটক করে। এসময় তল্লাশী চালিয়ে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। 

আটককৃত আল মামুন মণ্ডল দর্শনা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের মজিবর মণ্ডলের ছেলে। 

চোরাকারবারীর হেফাজতে থাকা ১টি মোবাইল ফোন এবং বাইসাইকেল জব্দ করতে সক্ষম হয় বিজিবি। 

এ ব্যাপারে হাবিলদার আব্দুল হাকিম বাদী হয়ে দর্শনা থানায়  আটককৃত আসামি আল মামুন মণ্ডলকে আসামি করে দর্শনা থানায় হস্তান্তর পূর্বক জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারীতে জমা করা হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পরিচালক, অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এ  ঘটনার  সত্যতা নিশ্চিত করেছেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি