গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের কাঁদানি গ্যাস নিক্ষেপ
প্রকাশিত : ১০:৫৬, ৯ মার্চ ২০২৪ | আপডেট: ১০:৫৮, ৯ মার্চ ২০২৪
গাজীপুরের শ্রীপুরে জৈন্য বাজারে এএ ইয়াং স্পিনিং মিল শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পুলিশ কাঁদানি গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
শনিবার সকাল ছয়টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।
শিল্প পুলিশ জানায়, গাজীপুরের শ্রীপুরের জৈন্য বাজারে এএ ইয়াং কারখানা শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে সকাল ছয়টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। প্রায় দুই ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শিল্প পুলিশের ইন্সপেক্টর মোঃ নুরুল হক জানান, নতুন কাঠামোতে বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের শ্রীপুরের এই স্পিনিং মিলসের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে এ আন্দোলন করে। সকাল ৬ হতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন কারখানার শ্রমিকেরা।
এসময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে শ্রমিকেরা।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন