ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রাইভেটকারে লুকিয়ে ২০ কেজি গাঁজা সরবরাহ, গ্রেপ্তার ২

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫১, ৯ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

নওগাঁর রানীনগরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। 

শনিবার (৯ মার্চ) দুপুরে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (৮ মার্চ) রাতে উপজেলার রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- বরিশাল জেলার মুলাদি উপজেলার উত্তর পাতারচর এলাকার আব্দুল জব্বারের ছেল সোহরাব কাজী (৫০) ও ঢাকার -কেরানীগঞ্জের সাতগাও এলাকার তাজু মিয়ার ছেলে মোহন হোসেন (৩৩)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত কয়েকদিন ধরে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল সোহরাব ও মোহনের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রানীনগর উপজেলার রেলগেট এলাকায় অভিযান চালানো হয়। এসময় অভিনব কায়দায় প্রাইভেট কারের সিটের পেছনে বিশেষভাবে তৈরি বক্সের ভেতর লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

আরও জানানো হয়, গ্রেফতার সোহরাব একজন চিহ্নিত মাদক কারবারি। তার সহযোগী হেসেবে মোহন কাজ করেন। তারা দুজনে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে প্রাইভেট কারে বিশেষ কায়দায় লুকিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ  ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। 

আইনগত ব্যবস্থা নিতে তাদেরকে রানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি