ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

খোকসায় মানুষ উৎসব

রঞ্জন ভৌমিক 

প্রকাশিত : ১৮:১৬, ৯ মার্চ ২০২৪

কুষ্টিয়ার খোকসা নিশ্চিন্তবাড়ীয়ায় বিশ্ব মানব কল্যাণ কামনায় প্রয়াত সাধক আমদ আলী সাঁইজি সেবা সংঘের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় মানুষ উৎসব অনুষ্ঠিত হয়েছে । গত রাতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আমন্ত্রিত অতিথিদের ফুল, উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কুষ্টিয়া ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ । 

একুশে টিভির বার্তা প্রধান ডক্টর অখিল পোদ্দারের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ,কুষ্টিয়া ২ আসনের এমপি কামারুল আরেফিন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ডক্টর রাশিদ আসকারী , বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ডঃ গৌতম কুমার দাস, ফোকলর বিভাগের প্রভাষক ডক্টর এরশাদুল হক, খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকতা আন নূর যায়েদ, কুষ্টিয়া শাখার জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক তরুণ ঘোষ ও খোকসা আওয়ামী লীগের সহ-সভাপতি রহিম খান প্রমুখ। 

অনুষ্ঠানে বাউল সংগীত পরিবেশন করেন, শিল্পী ডলি মন্ডল । সন্ধ্যায় বাউল সংগীত পরিবেশন করবেন শিল্পী কাজল রেখা ।  অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেছে একুশে টেলিভিশন, জন্মভূমি ও মিলন দধি ভান্ডার । অনুষ্ঠানে দুর দুরান্ত থেকে শত শত সাধু গুরুর আগমনে মিলন মেলা ঘটেছে।


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি