ঢাকা, বুধবার   ২৯ জানুয়ারি ২০২৫

সাবেক ইউপি চেয়ারম্যান সেরাজুল মাওলার স্মরণে শোকসভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩১, ৯ মার্চ ২০২৪

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান হাজী মো. সেরাজুল মাওলা স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৯ মার্চ বিকেল ৫টায় চট্টগ্রাম শহরের আগ্রাবাদ ধ্রুবতারা কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। গত ৩ মার্চ ২০২৪, রোববার সকাল ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম শহরের ন্যাশনাল হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। 

শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার বার্তা সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল।

এতে বক্তব্য রাখেন হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সিনিয়র অ্যাডভোকেট মুহাম্মাদ সলিমুল্লাহ, সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসাইন, চেয়ারম্যান সাহেবের জ্যেষ্ঠ পুত্র মো. ফখরুল ইসলাম, কবি ও সংগঠক এম এ হাশেম আকাশ, সারিকাইত ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক শওকত আলী রাজু, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার হালিশহর প্রতিনিধি সৈয়দ আবুল কালাম আজাদ, প্রাণের সন্দ্বীপ মানব দরদী সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ কায়সার, চেয়ারম্যান সাহেবের মেয়ের জামাতা শাহীন আজাদ, নাতিন জামাতা মোঃ জামাল উদ্দিন, নাতি ইঞ্জিনিয়ার সাইদুল মাওলা তামিম, জিহাদুল ইসলাম ফাহিম ও সাব্বির আজাদ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, হাজী মো. সেরাজুল মাওলা ১৯৬৬ ও ১৯৭৭ মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭০ সালের শেষের দিকে মগধরা হাই স্কুল প্রতিষ্ঠাকল্পে ইউনিয়ন পরিষদ সংলগ্ন দিঘির পাড়ে অনুষ্ঠিত প্রথম সভায় তিনিই সভাপতিত্ব করেন। মগধরা হাই স্কুল প্রতিষ্ঠাকল্পে গঠিত সাংগঠনিক কমিটির তিনি ছিলেন সহ-সভাপতি।

ব্যক্তিগত জীবনে তিনি চার সন্তানের জনক। তাঁর সন্তানগণ হলেন মগধরা ইউনিয়ন বিএনপি'র নির্বাচিত সভাপতি মোঃ ফখরুল ইসলাম, সন্দ্বীপ এডুকেশন সোসাইটি যুক্তরাষ্ট্রের সভাপতি মোঃ কাউসার সর্দার, রহিমা বেগম লাভলী ও আয়েশা বেগম হোসনা। ২০০৩ সালে তিনি পবিত্র হজ্জব্রত পালন করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি